২ দিন পর হবিগঞ্জ-মৌলভীবাজার রুটে বাস চলাচল শুরু
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২৫, ৯:১৭:৫১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দুই দিন বন্ধ থাকার পর দুই জেলার শীর্ষ রাজনৈতিক নেতাদের হস্থক্ষেপে হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে বাস চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে এই সড়কপথে বাস চলাচল শুরু হয়। ঢাকা-সিলেট মহাসড়কে নতুন মিনিবাস চালু নিয়ে বিরোধের জেরে গত মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত দুই দিন আঞ্চলিক সড়কপথে বাস চলাচল বন্ধ ছিল।
বৃহস্পতিবার দুপুরে বাস চলাচল শুরুর সত্যতা নিশ্চিত করেছেন হবিগঞ্জ বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল আহমেদ।
তিনি জানান, দুই জেলার বাস মালিক সমিতি ও শ্রমিকদের মধ্যে সমঝোতা হওয়ায় হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক সড়কে বাসের চলাচল শুরু হয়েছে।
হবিগঞ্জ জেলার বাস মালিক সমিতি সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলা শ্রমিক ইউনিয়নের নেতারা ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর থেকে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত নতুন করে যাত্রীদের জন্য মিনিবাস সার্ভিস চালু করেন। গত সোমবার যাত্রী নিয়ে একটি মিনিবাস শায়েস্তাগঞ্জ গেলে এতে বাধা দেন হবিগঞ্জ জেলা বাস মালিক সমিতি ও জেলা শ্রমিক ইউনিয়নের লোকজন। তাদের দাবি, এ সড়কপথে নতুনভাবে মিনিবাস চলাচলের কোনো অনুমোদন নেই। অন্যায়ভাবে নতুন মিনিবাস সার্ভিস চালু করা হয়েছে। এ ছাড়া সড়কটিতে নিয়মিত যাত্রীবাহী বাস চলাচল করছে, তাই অতিরিক্ত বাস সংযুক্ত করার সুযোগ নেই। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।
অন্যদিকে ওই দ্বন্দ্বের জেরে হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক রুটে চলাচলকারী বাসগুলোকে মৌলভীবাজারের ওপর দিয়ে চলাচল করতে বাধা দেয় জেলার বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের লোকজন। বাস ভাঙচুরের আশঙ্কায় মঙ্গলবার সকাল থেকে বুধবার বিকেল পর্যন্ত ওই রুটে কোনো বাস চলাচল করেনি। এতে হবিগঞ্জ ও মৌলভীবাজারের যাত্রীরা সীমাহিন দুর্ভোগে পড়েন।
হবিগঞ্জ বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, এ বিষয়টি নিয়ে দুই জেলার বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের লোকজন আগামী শনিবার একটি সমঝোতামূলক বৈঠকে বসবেন। আশা করি, তখনই সব সমস্যার সমাধান হবে। এর আগে জনদুর্ভোগ লাঘবে দুই জেলার রাজনৈতিক নেতাদের সমঝোতায় বাস চলাচল শুরু হয়েছে।