হবিগঞ্জে মাদকসহ ৬৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৫, ৯:০৯:২৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ ও মৌলভীবাজার এলাকায় পৃথক অভিযানে মাদকসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। শনিবার (১৪ জুন) দুই জেলার ৯টি এলাকায় অভিযান চালিয়ে ৬৪ লক্ষ ৫২হাজার ২১০ টাকার গাঁজা, মদসহ ভারতীয় মালামাল জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি।
এর সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, ৫৫ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন তেলিয়াপাড়া, হরিণখোলা, মনতলা এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার গুটিবাড়ী ও সিন্দুরখান বিওপি’র বিজিবি’র টহল দল ৯টি স্থানে অভিযান চালায় বিজিবি। এসময় অভিযানে ৯১ বোতল ভারতীয় মদ, ১৯ কেজি গাঁজা, ৮১ বোতল ইস্কফ সিরাপ, ৩১ বোতল বিয়ার, আতশবাঁজি, চিনি এবং ২ টি বাই-সাইকেল ও ভারতীয় চুইঝাল জব্দ করেছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে এসময় চোরাকারবারি পালিয়ে যায়। উদ্ধারকৃত মালামাল শ্রীমঙ্গল, চুনারুঘাট এবং মাধবপুর থানায় হস্তান্তর করে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, চলতি জুন মাসের ১৩ তারিখ পর্যন্ত পরিচালিত অভিযানে হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি প্রায় ১ কোটি ২৬ লাখ ১৭ হাজার ২৬০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য, মাদকদ্রব্য এবং যানবাহন জব্দ করেছে।