হবিগঞ্জে চাচার বিরুদ্ধে ভাতিজিকে হত্যার অভিযোগ
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২৫, ৮:১৫:২৬ অপরাহ্ন
সংবাদদাতা: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। নিহতের নাম সুমাইয়া আক্তার (১০), সে চতুর্থ শ্রেণির ছাত্রী। সোমবার (১৬ জুন) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের বাসিন্দা বেনু মিয়ার সঙ্গে তার ভাই রেনু মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই বাকবিতণ্ডা হতো। ঘটনার সময় আবারও দুইজনের মধ্যে কথা-কাটাকাটি হলে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।
এ সময় বেনু মিয়ার কন্যা সুমাইয়াকে (১০) কুপিয়ে গুরুতর আহত করে রেনু মিয়া। আহত অবস্থায় শিশুটিকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পথেই শিশুটির মৃত্যু হয়। এ ব্যাপারে মাধবপুর থানার ওসি (তদন্ত) কবির হোসেন বলেন, অভিযোগ পাওয়া সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।