মৌলভীবাজারে দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৫, ৯:৩৫:৪৫ অপরাহ্ন
মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমীর দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের ১ম জানাযা গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটায় মৌলভাবাজার টাউন শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন জামায়াতের সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোওয়ার। বাদ আসর মরহুমের গ্রামের বাড়ি সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
জানাযাপূর্ব আলোচনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আমাদের মৃত্যুকে সকল সময় স্মরণে রাখতে হবে। মৃত্যুর যে সময় নির্দিষ্ট করা আছে, সেই সময় মৃত্যুবরণ করতে হবে। তাকিয়ে তাকিয়ে সেই সময় চলে আসবে। কখন আসবে সেটা বলা যায়না। বলা যায়না- এখনই সেই মৃত্যুর সময় চলে আসবে। মৃত্যু থেকে আমাদের শিক্ষা হলো প্রতিটি মুহুর্তে মৃত্যুর জন্য নেক আমল করে প্রস্তুত থাকা। হারাম খাবো না, কবিরা গুনাহ করবো না, কোন ফরজ তরক করবো না, জেনা-ব্যভিচার করবো না, পাপাচার করবো না, আমার সালাত, পর্দা, পরিবারকে দ্বীনের উপরে রাখা, পরিবারে, সমাজে, রাষ্ট্রে আল্লাহ তায়ালার দ্বীন মানা এবং কায়েমের জন্য জান মাল দিয়ে সর্বাত্নক চেষ্টা করা। তিনি বলেন, ইসলামী আন্দোলনের শিক্ষা মতলিব ভাইয়ের জীবনে বাস্তব প্রতিফলন। আমরা যা মানুষকে বলি নিজেদের জীবনে খুব কম প্রতিফলিত হয়। সদাচার, বিনয়, ভদ্রতা, ধৈয্য মানুষকে আপন করে নেওয়ার কৌশল, আকর্ষণীয় ব্যক্তিত্ব ছিলেন দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব।
জানাযা পূর্ব আলোচনায় আরো বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মোঃ ফখরুল ইসলাম, সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী, জেলা বিএনপির আহবায়ক এডভোকেট ফয়জুল করিম ময়ূন, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, হবিগঞ্জ জেলা আমীর মাওলানা মোখলেসুর রহমান, সুনামগঞ্জ জেলা আমীর মাওলানা তোফায়েল আহমদ খান, সিলেট জেলা নায়েবে আমীর হাফেজ মাওলানা আনোয়ার হোসেন খান, জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন, সিলেট মহানগরী সেক্রেটারি মোঃ শাহজাহান আলী, মৌলভীবাজার জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারী মোঃ ইয়ামির আলী, ঢাকা পল্টন থানা আমির শাহীন আহমদ খান, হবিগঞ্জ জেলা সেক্রেটারি কাজী মহসিন আহমদ, মাওলানা আহমদ বেলাল, আব্দুর রহিম রিপন ও মরহুমের বড় ছেলে দেওয়ান শরীফুজ্জামান চৌধুরী।
উল্লেখ্য, দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৬.১০ মিনিটে তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। তিনি ৬ ছেলে ৪ কন্যা সন্তানের জনক। স্ত্রী, সন্তান, নাতী-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব দীর্ঘদিন মৌলভীবাজার জেলা জামায়াতের আমীরের দায়িত্ব পালন করেন। তিনি জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও সিলেট আঞ্চলিক বিভাগের টিম সদস্য ছিলেন। দেওয়ান মতলিব ১৯৯১ সালে মৌলভীবাজার-৩ সংসদীয় আসন থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য নির্বাচনে অংশগ্রহণ করেন।
দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব ১৫টিরও বেশি গ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে ইসলামী সংগঠন ও আমরা, সাতান্ন বছর জামায়াতে ইসলামীতে কি দেখলাম, শান্তিপূর্ণ পরিবার, মৃত্যুর পর আমরা কোথায় যাব, রাষ্ট্রপ্রধান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটুখানি মিষ্টি হাসি ও ইসলামী আন্দোলন , একটুখানি চোখের পানি ও ইসলামী আন্দোলন, সর্বোত্তম জীবন, কারাগারের স্মৃতি, কাবার পথে ইত্যাদি। বিজ্ঞপ্তি