হবিগঞ্জে স্কুলছাত্রী সুমাইয়া হত্যা মামলার প্রধান আসামি আটক
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২৫, ১০:০৩:২৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : র্যাবের জালে ধরা পড়েছেন বহুল আলোচিত হবিগঞ্জের মাধবপুর উপজেলার স্কুলছাত্রী সুমাইয়া হত্যা মামলার প্রধান আসামি আশিক মিয়া। শনিবার (২১ জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-৯ এর একটি দল। আশিক মিয়া উপজেলার এক্তিয়ারপুর গ্রামের আবু মিয়ার ছেলে।
র্যাবের গণমাধ্যম শাখা জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আভিযান চালিয়ে সদর থানার লস্করপুর ইউনিয়নের লস্করপুর এলাকায় অভিযান পরিচালনা করে আশিক মিয়াকে গ্রেফতার করা হয়। তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ৯ বছরের সুমাইয়া আক্তারকে গত সোমবার সন্ধ্যায় কুপিয়ে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের একটি মাঠে কে বা কারা ফেলে রাখে। রক্তাক্ত অবস্থায় মধ্যরাতে তাকে হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়।