জুড়ীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৫, ৬:৩০:৫০ অপরাহ্ন
জুড়ী সংবাদদাতা:
মৌলভীবাজার জেলার জুড়ীতে ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন জুড়ী উপজেলা শাখার আয়োজনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।
অবস্থান কর্মসূচিতে স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন উপজেলা শাখার সভাপতি মোঃ জাবেদুল আলম, সহ-সভাপতি মোঃ মুজিবুর রহমান, সীমা রাণী দাস, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সহ-সাধারণ সম্পাদক নকুল চন্দ্র দাস, দিপংকর যাদব, সাংগঠনিক সম্পাদক মোঃ এবাদুর রহমান, কোষাধ্যক্ষ বিকাশ রুদ্র পাল, দপ্তর সম্পাদক তাপস চন্দ্র দাস, প্রচার সম্পাদক মিন্টু দেবনাথ, সদস্য ফারহান ফেরদৌসি শিরিন, পান্না বিশ্বাসসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, আমরা টিকাদানসহ যেসব কাজ করি, তা সম্পূর্ণ টেকনিক্যাল হলেও এখনও পর্যন্ত আমাদের টেকনিক্যাল মর্যাদা দেওয়া হয়নি। এতে আমরা নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছি।
স্বাস্থ্য সহকারীরা আশা প্রকাশ করেন, দেশের ২৬ হাজার স্বাস্থ্য সহকারীর আবেদন বিবেচনায় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রস্তাবিত ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করবে। অবিলম্বে দাবি আদায় না হলে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেন স্বাস্থ্য সহকারীরা।