কুলাউড়ায় ৩০০ উপকারভোগীর মধ্যে স্বাস্থ্যসামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৫, ৮:১৩:৫৫ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বিডি০৪০৬-এর উদ্যোগে ৩০০ জন উপকারভোগীর মধ্যে গৃহস্থালি ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার বরমচাল ইউনিয়নের চার্চ অব গড লুমডনবক মিশন চত্বরে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
হান্স ব্যাচ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবুল বাসার।
সমাজকর্মী ঊর্মিমালা রিছিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালনা কমিটির সদস্য মারশিফূল আমলেনরং, প্রজেক্ট ম্যানেজার পিউস পঃস্না, হিসাবরক্ষক এডেন্টিনা লামিন, সমাজকর্মী মিখায়েল নংরুম, টিউটর রিবিকা ব্যাপারী, সৌরভ তপ্ন, মুক্তি চিসিম, রাহেল মুন্ডা, অভিষেক লংডঃকিরি, হান্না মুন্ডা, সিএসপি ইমপ্লিমেন্টর আলমিনা খংটাংকুট এবং ইউরেকা লাংছিয়াং।
অনুষ্ঠানে প্রত্যেক উপকারভোগীর মধ্যে একটি করে টেবিল, চেয়ার, বালতি, কাপড় কাচার সাবান, গোসলের সাবান, ডিটারজেন্ট পাউডার, টুথব্রাশ এবং টুথপেস্ট বিতরণ করা হয়।