মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মজনু, সম্পাদক মারুফ
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৫, ৮:২২:৩৩ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি পদে ৪২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো: মুজিবুর রহমান মজনু, সিনিয়র সহ সভাপতি পদে ২২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো: সাদিকুর রহমান সাদিক, সাধারণ সম্পাদক পদে ৫৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মারুফ আহমদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন মো: শফিউর রহমান শফি, তার প্রাপ্ত ভোট ৩৩১ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে ৪০৩ ভোট পেয়ে বিজয়ী হন কাজল মাহমুদ।
এর আগে গত রোববার জেলা শহরের এম সাইফুর রহমান স্টেডিয়াম প্রাঙ্গণে উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা: এ জেড এম জাহিদ হোসেন। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আব্দুল মুকিত ও নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন আহবায়ক কমিটির সদস্য বকশি মিছবাহ উর রহমান।