কুলাউড়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৫, ৬:৪১:২৬ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনাসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।
সভায় ইউএনও দূষণমুক্ত পরিবেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান। তিনি বিশেষভাবে প্লাস্টিক দূষণের ওপর গুরুত্বারোপ করে প্লাস্টিক বর্জন এবং যথাযথভাবে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে সচেতনতা তৈরির তাগিদ দেন।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভূঁইয়া, বন বিভাগের গাজীপুর রেঞ্জ কর্মকর্তা আব্দুল আহাদ, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, হেলাল আহমদ ও নুর আহমদ চৌধুরী বুলবুল, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, সাংবাদিক আজিজুল ইসলাম ও মইনুল হক পবন প্রমুখ। সভাশেষে একটি র্যালি উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে।