বড়লেখায় বিশ্ব পরিবেশ দিবসে আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৫, ৬:৩৮:০৬ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি:
বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউএনও তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ সেমিনারকক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মিসবাহ উদ্দিন আফজল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা সমবায় অফিসার রোহেল উদ্দিন, ফকিরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নুর জাহান চৌধুরী, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তপন দে চৌধুরী, তালিমপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর দাস, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আহমদ জাকারিয়া প্রমুখ।