মৌলভীবাজার জামেয়ায় দেওয়ান মতলিব স্মরণে সভা
প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৫, ৭:৩৬:৩১ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার ইসলামিক সোসাইটির চেয়ারম্যান, জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার সাবেক আমীর ও মৌলভীবাজার জামেয়া ইসলামীয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ যোহর মাদ্রাসা ক্যাম্পাসের মসজিদে মরহুমের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণমূলক আলোচনা শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ও দোয়া পরিচালনা করেন মৌলভীবাজার জামেয়া ইসলামীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শেখ আব্দুল হক।
মৌলভীবাজার জামেয়া ইসলামীয়া আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা হারুন উর রশীদ তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক মু. ইমাদ উদ দীন, মাওলানা মোক্তাদির হোসাইন, মাওলানা কাজী জসিম উদ্দিন মামুন, মো. জিল্লুর রহমান, ডা: ফয়সল আহমদ, মৌলভীবাজার জামেয়া ইসলামীয়া আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আব্দুল মানিক, মাওলানা সাইফুর রহমান, মাওলানা নাসির উদ্দিন, হাফিজ আব্বাস উদ্দিন, হাবিবুর রহমান, বদরুল ইসলাম ও মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ। আলোচনা ও দোয়া শেষে মরহুমের পরিবারের পক্ষ থেকে শিরণী বিতরণ করা হয়।