জুড়ীতে এইচএসসি শুরু, কমেছে শিক্ষার্থী
প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৫, ৭:৩৮:৫৮ অপরাহ্ন
জুড়ী সংবাদদাতা:
মৌলভীবাজার জেলার জুড়ীতে শান্তিপূর্ণভাবে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ কেন্দ্রে যথাসময়ে পরীক্ষা শুরু হয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্র ধর। তবে গতবারের তুলনায় এবছর ৩৫৯ জন পরীক্ষার্থী কমেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার জানান, সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় জুড়ী উপজেলার ৪ টি কলেজ থেকে মোট ৮৭৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে ছাত্র ৩২২ জন ও ছাত্রী ৫৫২ জন। তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ থেকে ৫২৪ জন, আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজ থেকে ১৪৩ জন, শাহ্ নিমাত্রা এসএফ ডিগ্রি কলেজ থেকে ১৫৯ জন এবং শিলুয়া স্কুল এন্ড কলেজ থেকে ৪৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে।
জুড়ী পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তৈয়বুন্নেছাছা খানম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সেলিম তালুকদার বলেন, প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর বলেন, এইচএসসি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।