ফেঞ্চুগঞ্জে এনএসএস’র স্যানিটারি ল্যাট্রিন বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৫, ৮:২৬:৪০ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি:
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ছত্রিশ গ্রামে সুবিধাবঞ্চিত দরিদ্র ২০ পরিবারের মধ্যে স্যানিটারি ল্যাট্রিন বিতরণ করেছে নিঃস্ব সহায়ক সংস্থা (এনএসএস)। বৃহস্পতিবার কাশেম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংস্থার নির্বাহী পরিচালক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার জামিল আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী মো. আব্দুল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিঃস্ব সহায়ক সংস্থা দীর্ঘদিন ধরে সমাজের অবহেলিত মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প, ফ্রি আই ক্যাম্প, বিনা মূল্যে স্যানিটারি ল্যাট্রিন ও টিউবওয়েল বিতরণ, শীতবস্ত্র ও মিড ডে মিল প্রদান এবং দুর্যোগকালীন ত্রাণ সহায়তাসহ নানাবিধ সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সংস্থার কো-অর্ডিনেটর ফজলে মাওলা চৌধুরী ফুয়াদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি সদস্য মো. জুবের আহমদ, সমাজসেবক আজিজুর রব চৌধুরী এবং জনস্বাস্থ্য কার্যালয়ের নিরেশ পাল প্রমুখ।