বড়লেখায় বিজিবি’র মাদকবিরোধী সভা
প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৫, ৮:২৮:৩০ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি:
বড়লেখায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার দিনব্যাপি বিজিবি-৫২ ব্যাটালিয়ন (বিয়ানীবাজার) এর অধিনায়ক লে. কর্ণেল আরিফুল হক চৌধুরীর দিক নির্দেশনায় বিভিন্ন বিজিবি ক্যাম্প নানা কর্মসূচি পালন করেছে। প্রতিটি বিজিবি ক্যাম্পের নিকটস্থ স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাটবাজারে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় সভা, প্রচার অভিযান ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বড়লেখা উপজেলার বড়াইল স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার হলরুম ও কাঠালতলীর খলাগাও বাজারে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বড়াইল স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুর নুরের সভাপতিত্বে ও নায়েক আলমগীর হোসেনের সঞ্চালনায় সচেতনতামুলক সভায় বক্তব্য দেন বিজিবি’র লাতু ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার ভবেশ চন্দ্র রাহুত, উত্তর শাহাবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকবর আলী, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল ওয়াহাব বাবু, বড়লেখা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ মস্তফা উদ্দিন প্রমুখ।
বিজিবি কোম্পানী কমান্ডার বলেন, মাদক একটি নিরব ঘাতক। এটি শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার, সমাজ ও পুরো জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিজিবি শুধু সীমান্তে দায়িত্ব পালনেই সীমাবদ্ধ নয়, সামাজিক সচেতনতা তৈরিতেও অগ্রণী ভূমিকা রাখছে। মাদকবিরোধী এই লড়াইয়ে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
এদিকে, বিকেলে কাঠালতলীর খলাগাও বাজারে বিজিবি বিওসি টিলা ক্যাম্প আয়োজিত মাদকের অপব্যবহার ও অবৈধ পচার বিরোধী গণসচেতনতামুলক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার সিরাজুল ইসলাম। নায়েক শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলিম উদ্দিন। বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, ইউপি সদস্য লিয়াকত আলী, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা লুৎফুর রহমান, বিএনপি নেতা এনামুল হক, সমাজসেবক ইমরান হোসাইন, সাংবাদিক এজে লাভলু, তাহমিদ ইশাদ রিপন, আশফাক আহমদ প্রমুখ।