হবিগঞ্জে গাঁজাসহ ৩ জন র্যাবের জালে
প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৫, ১০:০৪:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। বুধবার (২৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে র্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর রেলগেট এলাকায় এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিশ^নাথপুর গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র মো. আপেল (৩৭), টাঙ্গাইল জেলার গোপালপুর থানার হাজিপুর গ্রামের মৃত মোসা শেখের পুত্র মো. নজরুল ইসলাম (৪৫) ও দিনাজপুর জেলার বিরামপুর থানার বেলকরিয়া গ্রামের মৃত আব্দুল ওয়াহিদের পুত্র মুজাহার আলী প্রমূখ।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদক আইনের মামলায় তাদেরকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।