জগন্নাথপুরে ২ আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২৫, ১০:০৯:৪১ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি ঃ সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে পৃথক মামলায় নারী-পুরুষ ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, এজারহারনামীয় মামলার আসামী জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের মহিষাকোনা গ্রামের আবদুল আহাদের ছেলে কামরুল ইসলাম (২৩) ও অন্য মামলায় গ্রেফতারি পরোয়ানাভূক্ত পলাতক আসামী মৌলভীবাজার জেলার সদর উপজেলার পশ্চিম কাজিরগাঁও গ্রামের ছমির উদ্দিনের স্ত্রী আফিয়া বেগম।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞার নেতৃত্বে থানার এসআই সাকিব হোসেন, এসআই শাহ আলম ও এএসআই কামাল উদ্দিন সহ পুলিশদল পৃথক অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের ২৮ জুন শনিবার পুলিশ প্রহরায় সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্র নিশ্চিত করেছেন।