কমলগঞ্জে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২৫, ৬:২৮:১০ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে বিনামূল্যে সুন্নাতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প পতনঊষার এর আয়োজনে সাইফুর রহমান ফরহাদ এর সহযোগিতায় ও সিলেটের আরোগ্য পলি ক্লিনিকের তত্ত্বাবধানে পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের সভাপতি ডা: মোহাম্মদ জোহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মুহিবুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমেদ, মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস খান, পতনঊষার ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, যুক্তরাষ্ট্র প্রবাসী জুয়েল মুন্না, সমাজসেবক আনোয়ার খান, মাহিদুল ইসলাম ও কামরান আহমদ প্রমুখ।
সিলেট মা ও শিশু হাসপাতালে চিকিৎসক ডা: মোহাম্মদ জোহার নেতৃত্বে এই সুন্নাতে খৎনা ক্যাম্প পরিচালনা করেন ডা: নওরাজ হাফিজ চৌধুরী সাদি, ডা: কাজী মামুর, ডা: শেখ এমাদুল ইসলাম সানি ও শাহিন আলম। উক্ত ক্যাম্পে ৪০ জন ছেলে শিশুকে বিনামূল্যে সুন্নাতে খৎনা প্রদান করা হয়।