ওমর (রা.) কে নিয়ে কটুক্তিকারী আইনজীবি কারাগারে
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২৫, ৬:৩৫:৫৯ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত উমর (রা.) ও সাহাবি হযরত মুয়াবীয়া (রা.) কে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাসের অভিযোগে মৌলভীবাজারে উমায়রা ইসলাম নামে এক নারী আইনজীবীকে আটক করার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার দিবাগত রাতে মৌলভীবাজার শহরের ক্লাব সড়কস্থ তার বাসা থেকে আটক করে থানায় নিয়ে আসে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। রাত অবধি পুলিশ হেফাজতে থাকার পর জিজ্ঞাসাবাদের পর রোববার আদালতে পাঠানো হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে উমায়রা ইসলাম তার ফেসবুক আইডিতে মহানবী হযরত মোহাম্মদ (সা.) ও হযরত উমর রা: এর মত সাহাবায়ে কেরাম নিয়ে কটুক্তি, কুরুচিপূর্ণ স্ট্যাটাসসহ ইসলাম এবং আলেম-উলামা বিদ্বেষী বিভিন্ন লেখালেখি করে আসছেন। শনিবার (২৮ জুন) হযরত উমর রা. ও হযরত মুয়াবিয়া (রা.)কে নিয়ে কুরুচিপূর্ণ ভাষার একটি পোস্ট তার নিজের ফেসবুক আইডিতে দিলে অনেক ধর্মপ্রাণ মানুষের দৃষ্টিগোচর হয়। বিষয়টি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। এরই প্রেক্ষিতে জোরালো দাবি ওঠে অভিযুক্ত নারীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির। এর প্রেক্ষিতে পুলিশ তার বাসা থেকে তাকে আটক করে।
মৌলভীবাজার সদর মডেল থানার ওসি গাজী মোঃ মাহবুবুর রহমান বলেন, নবীর সাহাবীদের বিরুদ্ধে কটুক্তি করে মন্তব্য করায় সাইবার সুরক্ষা আইনে ওই নারীকে গ্রেফতার করে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।