শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০২৫, ৭:৫৮:৫৩ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান করেছে রোটারি ক্লাব অব শ্রীমঙ্গল। বৃহস্পতিবার দুপুরে রোটারি ক্লাব ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বৃত্তি প্রদান করা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের নির্বাহী সম্পাদক হারুন উর রশিদ।
রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের সভাপতি মশিউর রহমান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্তী, রোটারিয়ান বিকুল চক্রবর্তী, পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আফরোজ বেগম, রানার উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক নুরুল হক, সিনিয়র শিক্ষক অঞ্জন দেব, রোটারিয়ান আব্দুল হামিদ প্রমুখ।
অনুষ্ঠানে পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ১০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তির নগদ অর্থ ও সনদপত্র তুলে দেন অতিথিরা।