শাবিতে মদিনা সনদের গুরুত্ব শীর্ষক সভা
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৫, ৭:২৫:১৩ অপরাহ্ন
শাবি প্রতিনিধি :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠায় মদিনা সনদের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ আলোচনা সভার আয়োজন করে ডিভাইন স্প্রেট্রাম সাস্ট(ডিএসএস)।
পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ. এম সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া। এছাড়া মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এ এস এম বোরহান উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে উপচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূল (সা.)-এর তরিকা অনুসরণের চেষ্টা করতে হবে। এর শুরু হতে হবে পরিবার থেকেই। পিতামাতাকে মান্য করা এবং পারিবারিক জীবনে সুন্নাহর চর্চার মাধ্যমে। পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সর্বত্র এই আদর্শ বিস্তৃত করতে হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ এমদাদুল হক। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত সিরাত বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।





