চিত্রকর্মের জন্য জাতীয়ভাবে পুরস্কৃত শিল্পী বাইস কাদির
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২৫, ৭:১৭:১৬ অপরাহ্ন
খ্যাতিমান চিত্রশিল্পী বাইস কাদির চিত্রাংকনে বিশেষ অবদান রাখায় জাতীয়ভাবে স্টার পারফর্মার অ্যাওয়ার্ড পেয়েছেন। গত ১৩ সেপ্টেম্বর ঢাকায় একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন বাংলাদেশ সুিপ্রম কোর্টের বিচারপতি বীর মুক্তিযোদ্ধা হাশমত আলী। নব উজ্জীবীত বাংলাদেশ সমাজ নামের একটি সংস্থার পক্ষ থেকে এই অনুষ্ঠানে দেশের শিল্পখাতসহ বিভিন্ন পেশার ৭ জন বিশিষ্ট নাগরিককেও অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
উল্লেখ্য সিলেটের কুতি সন্তান, দেশের স্বনামধ্যন্য চিত্র শিল্পী বাইস কাদির প্রায় তিন দশক ধরে পেশায় জড়িত আছেন। তাঁর চিত্র কর্ম নিয়ে বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে একক প্রদর্শণী হয়েছে। বিশ্বের বিশ্বের বিভিন্ন গ্যালারীতে তাঁর চিত্র কর্ম স্থান পেয়েছে এবং পুরস্কৃত হয়েছে। চিত্রশিল্পী বাইস কাদিরের বাড়ি গোলাপগঞ্জের ঢাকাদক্ষিন ইউনিয়নের কানিশাইল গ্রামে।