হবিগঞ্জে সংবর্ধিত কোচ নাজমুল হোসেন
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৫, ৮:৩৮:১৩ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের সাবেক তারকা পেসার, বিসিবির গেইম ডেভেলপমেন্টের কোচ নাজমুল হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে হবিগঞ্জে। আধুনিক স্টেডিয়ামে হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও হবিগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় জাতীয় এই কোচকে।
নাজমুল হোসেন বর্ণাঢ্য খেলোয়াড়ী জীবন শেষে কোচিং পেশায় যুক্ত আছেন। তৃণমূল থেকে প্রতিভাবান ক্রিকেটারদের তুলে আনছেন তিনি। ‘এ’ দল, এইচপি দল ও এনসিএলে কোচের ভুমিকায় থাকা সাবেক এই পেসার নিজ বিভাগ সিলেটের বয়স ভিত্তিক ক্রিকেটারদের সুযোগ করে দেন ঢাকার বিভিন্ন লিগে।
জাতীয় পর্যায়ে কাজ করেও তূণমূল থেকে নিজ শহরের ক্রিকেটারদের জন্য কাজ করায় হবিগঞ্জে সংবর্ধনা প্রদান করা হয় সাবেক এই পেসারকে। এসময় হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও হবিগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমির কর্মকর্তারা সম্মাননা স্মারক তুলে দেন সংবর্ধিত এই কোচের হাতে।
নাজমুল হোসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেট বিভাগীয় কোচ। বিভাগীয় কোচের পাশাপাশি বিসিবির বিভিন্ন গুরুত্বপূর্ণ দলে কোচের দায়িত্ব পালন করেন তিনি। অনূর্ধ্ব-১৯ দল, ‘এ’ দলেও কাজ করছেন সিলেটের সাবেক এই গতি তারকা।








