মালয়েশিয়ায় জাল নথি ব্যবহারে বাংলাদেশির জরিমানা
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২৫, ৫:৫৯:৫৫ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় একটি সেতু প্রতিস্থাপন প্রকল্পে শ্রমিক সরবরাহে জাল নথি ব্যবহারের অভিযোগে এক বাংলাদেশি কোম্পানি ম্যানেজারকে ৩৮ হাজার রিঙ্গিত জরিমানা করেছে কুয়ালালামপুর সেশন কোর্ট।
বুধবার বিচারক আজুরা আলউই ৫৮ বছর বয়সী মোহাম্মদ নাজমুল ইসলাম বাবুলকে দোষী সাব্যস্ত করে জরিমানা না দিলে ১০ মাসের কারাদÐ ভোগের নির্দেশ দেন। রায় ঘোষণার পরপরই অভিযুক্ত ব্যক্তি জরিমানার অর্থ পরিশোধ করেন।
তিনি মার মেলর কনস্ট্রাকশন এবং নিহা এন্টারপ্রাইজ এসডি এনবিএইচডি-এর নামে একটি জাল সাব-কন্ট্রাক্ট চুক্তিপত্র ব্যবহারের অপরাধ স্বীকার করেন। এই নথিটি কেদাহর বালিং এলাকায় অবস্থিত সেতু প্রতিস্থাপন প্রকল্পে শ্রমিক সরবরাহের জন্য ব্যবহৃত হয়েছিল, যার মোট মূল্য ছিল প্রায় ৬০ লাখ রিঙ্গিত। অভিযুক্ত ব্যক্তি ২০২৩ সালের ৮ জুন পুত্রজায়ার ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনে এই অপরাধটি করেন।







