ক্রিকেটে তৃণমূলের সাথে মুলধারার যোগাযোগ বাড়াতে চাই : রাহাত শামস
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২৫, ৮:৩৫:২০ অপরাহ্ন

ক্রিকেটে তৃণমূলের সঙ্গে মূল ধারার যোগাযোগ বাড়াতে, ক্রিকেটারদের উঠে আসার পথ প্রশস্ত করতে এবং প্রবাসী ক্রীড়া অনুরাগীদের আরো বেশি করে সম্পৃক্ত করতে চান বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত পরিচালক রাহাত শামস। তিনি বলেন, প্রবাসী অনেকে আছেন তারা ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হতে চান, কাজ করতে চান। তৃণমূলে ক্রিকেটকে এগিয়ে নিতে তারা নীরবে বড় ভ‚মিকা রাখছেন। আমরা তাদের আলোয় আনতে চাই।
বৃহস্পতিবার বিকালে পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের ইলামেরগাও দক্ষিণের মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সিলেটের বিশ্বনাথ উপজেলা স্পোর্টস অর্গানাইজেশন ইউকে-এর আয়োজনে ও বিশ্বনাথ উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সার্বিক ব্যবস্থাপনায় বিশ্বনাথ উপজেলা ক্রিকেটের উন্নয়নে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত পরিচালক ও বাংলাদেশ টাইগার্সের চেয়ারম্যান রাহাত শামস্।
বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউক’র কোষাধ্যক্ষ ও বিশ্বনাথ উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন সাবেক সভাপতি আবু মনসুরের সভাপতিত্বে ও বিশ্বনাথ উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক শাহ টিপু পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য দেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহ।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা ক্রিকেট দলের প্রধান কোচ রানা মিয়া, শেখঘাট পাইওনার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও সাবেক ক্রিকেটার ইমতিয়াজ আহমেদ জগলু, ক্রিকেট কোচ ও সাবেক ক্রিকেটার শামীম আহমদ শেহনাজ, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়া, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দয়াল উদ্দিন তালুকদার, দশঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমাদ উদ্দিন খান চেয়ারম্যান, বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের বাংলাদেশ সমন্বয়ক ওয়াসিম আহমদ ও সাবেক ক্রিকেটার এমরান আলী এনাম। এর আগে শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা ক্রিকেট দলের সদস্য জাবের আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন ক্রিকেটার সাব্বির আহমদ। বিজ্ঞপ্তি








