কুশিয়ারা নদীতে নৌকা বাইচ
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২৫, ৮:৩৬:১৫ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের কুশিয়ারা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শেরপুর যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত নৌকা বাইচে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে অনেকগুলো নৌকা অংশগ্রহণ করে। নৌকা বাইচ দেখতে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা থেকে আগত নদীর দুই পাড় থেকে প্রায় ২০ হাজার মানুষ উপভোগ করেন।
প্রতিযোগিতা শেষে এশকের তরী নামের নৌকাটি প্রথম স্থান অধিকার করে একটি মোটরসাইকেল অর্জন করে। এতে দ্বিতীয় স্থান অধিকার করে ঈশানের তরী ও তৃতীয় স্থান অধিকার লাভ করে মরমের তরী নামের নৌকাটি।
বাইচ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, ১নং খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুহিতুর রহমান হেলাল, সদস্য মাহমুদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক আমিরুল ইসলাম শাহেদ প্রমুখ।








