মিশিগানে আমীরে জামায়াতের গণসংবর্ধনা কাল : কমিউনিটিতে প্রাণ চাঞ্চল্য
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৫, ৮:৫৬:৫৩ অপরাহ্ন

সুলায়মান আল মাহমুদ, মিশিগান (যুক্তরাষ্ট্র) থেকে : মিশিগানে যাচ্ছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা ও শহীদী কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জননেতা ডা. শফিকুর রহমান। কাল শনিবার (২৫ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬ টায় মিশিগানের হেমট্রামিকস্থ গেইট অব কলম্বাসে বাংলাদেশী আমেরিকান কমিউনিটি অব মিশিগানের উদ্যোগে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে এক গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে।
আমীরে জামায়াতের দায়িত্ব পেয়েই ডা. শফিকুর রহমান পতিত ফ্যাসিস্ট সরকারের সীমাহিন জেল-জুলুম ও নিপীড়ন উপেক্ষা করে দেশের যে কোন দুর্যোগে ৫৬ হাজার বর্গমাইলের পুরো বাংলাদেশ চষে বেড়িয়েছেন। বন্যা, দুর্ঘটনা, নৌকা ঢুবি, অগ্নিকাÐ যেখানেই দুযোর্গ, সেখানেই সহায়তা নিয়ে হাজির ডাঃ শফিকুর রহমান। এভাবেই তিনি শুধু জামায়াত শিবির নয়, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীপেশার মানুষের প্রিয় ব্যক্তিত্বে পরিনত হয়েছেন।
বিশেষ করে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের কাছে এক আলোচিত নাম। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপিয় ইউনিয়ন থেকে শুরু করে গোটা বিশে^র শক্তিধর দেশের রাষ্ট্রদূতেরা ছুটে চলছেন তাঁর কাছে। জানতে চাচ্ছেন জামায়াত ক্ষমতায় গেলে কিভাবে দেশ চলবে। তাঁর পরিকল্পনায় সন্তুষ্ট রাষ্ট্রদূতগণ।
এদিকে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে পুরো মিশিগান জুড়ে ব্যাপক প্রাণচাঞ্চল্য। বাংলাদেশী কমিউনিটির সবার চোখে মুখে আনন্দ উচ্ছ¡াস। সংবর্ধনা অনুষ্ঠানে ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে দিনে রাতে চলছে প্রচারণা ও গণসংযোগ। প্রবাস জীবনে কাজের শত ব্যস্ততা থাকা স্বত্তেও প্রিয় নেতাকে বরনে প্রস্তুত মিশিগানের বাংলাদেশী কমিউনিটি। শুধু জামায়াত শিবির নয়, পুরো কমিউনিটিতে এখন সাজ সাজ রব। ইসলামী আন্দোলনের সিপাহশালারকে এক নজর দেখতে তীর্থের কাকের ন্যায় অপেক্ষায় মিশিগানের বাংলাদেশীরা।
সাবেক শিবির নেতৃবৃন্দ এবং স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ সংবর্ধনাকে সফল করতে বিরামহীন পরিশ্রম চালিয়ে যাচ্ছেন। তাদের প্রত্যাশা আমীরে জামায়াতের সংবর্ধনা অনুষ্ঠানে কমপক্ষে ৩ হাজার মানুষ উপস্থিত হবেন। এটি হবে মিশিগানের ইতিহাসে কোন বাংলাদেশী কমিউনিটি নেতার অনুষ্ঠানের সর্বোচ্চ উপস্থিতি। কারণ প্রবাসের সকলেই কাজে কর্মে ব্যস্ত থাকে। তাই কোন বাংলাদেশী আসলে তাদের নিয়ে খুব একটা বেশী চিন্তার সুযোগ থাকেনা। অথচ আমীরে জামায়াতের আগমন ঘিরে এর উল্টো চিত্র পরিলক্ষিত হচ্ছে। অনেকেই এই দিনটির জন্য তাদের কর্মস্থল থেকে ছুটিও নিয়েছেন। স্থানীয় বাংলাদেশী কমিউনিটির প্রত্যাশা আমীরে জামায়াতের সংবর্ধনা অনুষ্ঠান মিশিগানের ইতিহাস নতুন নজির স্থাপন করবে।
বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের সভাপতি সাহেদুল ইসলাম বলেন, আমীরে জামায়াত মিশিগানে আসছেন এটি আমাদের জন্য আনন্দের। তাঁকে বরণ করতে মিশিগানের পুরো বাংলাদেশী কমিউনিটি প্রস্তুত রয়েছে। বিশেষ করে সাবেক ছাত্র নেতৃবৃন্দ এ ব্যাপারে খুব বেশী এক্সাইটেড। সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি গণসংবর্ধনাকে সফল করতে আমাদের সবধরণের প্রস্তুতি রয়েছে।
সিলেট মহানগরীর সাবেক ছাত্র শিবির নেতা সাদিকুর রহমান সুমন বলেন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে পুরো কমিউনিটিতে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠান সফলে বিশেষ করে সাবেক শিবির নেতৃবৃন্দের পরিশ্রম চোখে পড়ার মতো। আমাদের প্রত্যাশা এই অনুষ্ঠানে অন্তত ২ থেকে আড়াই হাজার মানুষ উপস্থিত হবে। সেই অনুসারে আমাদের অনুষ্ঠানেরও প্রস্তুতি নেয়া হয়েছে।







