জাতীয় চ্যাম্পিয়নশীপ নক-আউট পর্বের খেলা সোমবার
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৫, ৬:৩১:৪৬ অপরাহ্ন
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ‘জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২৫’ এর নক-আউট পর্বের (রাউন্ড অব ১৬) গোলাম নাফিজ পটের নরসিংদী বনাম মৌলভীবাজার জেলা ফুটবল দলের মধ্যকার ম্যাচ সোমবার বেলা ২ টায় সিলেট জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে।
উক্ত ম্যাচের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মো. সারওয়ার আলম।
উক্ত ম্যাচ উপভোগ করার জন্য সিলেটের সর্বস্তরের জনসাধারণের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম এবং সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন। বিজ্ঞপ্তি






