জাতীয় চ্যাম্পিয়নশীপ নক-আউট পর্বে নরসিংদী জেলা ফুটবল দল জয়ী
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৫, ৯:৩২:০৬ অপরাহ্ন

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় চ্যাম্পিয়নশীপ-এর নক-আউট পর্ব (রাউন্ড অব ১৬) এর শহিদ গোলাম নাফিস পট (সিলেট ভেন্যু) এর নরসিংদী বনাম মৌলভীবাজার জেলা ফুটবল দল এর মধ্যকার ম্যাচ সোমবার বেলা ২ টায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
উক্ত ম্যাচে নরসিংদী জেলা ফুটবল দল ২-০ গোলে মৌলভীবাজার জেলা ফুটবল দলকে হারিয়ে বিজয়ী হয়। ম্যান অব দ্যা ম্যাচ মনোনীত হন নরসিংদী জেলা ফুটবল দলের ২২ নং জার্সিধারী খেলোয়াড় গোলকিপার আরিফুল। ম্যান অব দ্যা ম্যাচ প্রাইজমানি পাঁচ হাজার টাকা এবং ম্যাচ উইনিং মানি দশ হাজার টাকা প্রদান করা হয়।
ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোঃ সারওয়ার আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য রাহাত শামস। স্বাগত বক্তব্য প্রদান করেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্যসচিব মোঃ নূর হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, কোষাধ্যক্ষ রুবেল আহমদ নান্নু ও কাযনির্বাহী সদস্য রাফায়াত মালিক রাফী, আজিজুর রহমান মিটন ও মহিউদ্দিন রাসেল, সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সাহাজ উদ্দিন টিপু ও ওয়াহিদ উমায়ের, ম্যাচ কমিশনার ইলিয়াস ফুলু, ক্রীড়া সংগঠক মিলাদ আহমদ, সাবেক ক্রীড়াবিদ মহসিন আহমদ, সায়েফুজ্জামান সায়েম, নাসির আহমদ ও সোহেল রানা, মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য এইচ এম মোস্তাক আহমেদ, মাহবুব ইজদানী ইমরান, সিলেট জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সদস্য-সচিব আব্দুল আজিম প্রমুখ। বিজ্ঞপ্তি






