ইউরোপের ক্ষুদ্র দেশসমূহে কাজের সুযোগ
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৫, ১২:৩০:৪৭ অপরাহ্ন

সম্প্রতি একটি অনলাইন নিউজ পোর্টাল বিদেশে কর্মসংস্থান সংক্রান্ত একটি চমৎকার নিউজ করেছে। এতে ইউরোপের বেশ কিছু স্বল্প পরিচিত দেশে বাংলাদেশীদের কাজের সুযোগ সম্পর্কে আলোকপাত করা হয়েছে। ‘বাংলাদেশীদের জন্য ভাগ্যের দুয়ার খুললো ইউরোপ’ শিরোনামে প্রকাশিত এই প্রতিবেদনে বিদেশ গমনেচ্ছু শ্রমিক কর্মীদের জন্য প্রয়োজনীয় অনেক তথ্য তুলে ধরা হয়েছে।
এতে বলা হয়েছে, সম্প্রতি ইউরোপের বেশ কয়েকটি দেশসহ সেনজেনভুক্ত বেশ কয়েকটি দেশে বাংলাদেশীদের জন্য কাজের সুযোগ দেওয়া হয়েছে। বলা বাহুল্য, কিছু দেশ তাদের সহজ ভিসা প্রক্রিয়া ও শ্রমিক চাহিদার কারণে বাংলাদেশীদের কাছে আকর্ষণীয় এই দেশগুলোর মধ্যে রয়েছে মাল্টা, ক্রোয়েশিয়া, সার্বিয়া, উত্তর মেসিডোনিয়া, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া ও লিথুনিয়া।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, শ্রমিক ঘাটতির কারণে ইউরোপীয় দেশ পোলান্ডে বাংলাদেশীদের কাজের প্রচুর সুযোগ রয়েছে। বিশেষভাবে নির্মাণ, কৃষি ও উৎপাদন খাতে এই দেশে কাজের অনেকটা সুযোগ বিদ্যমান। লিথুনিয়ায় চাকরীর নতুন বাজার গড়ে ওঠেছে। পর্তুগালের হাসপাতাল, কৃষি ও নির্মাণ খাতে শ্রমিক চাহিদা অনেক। রোমানিয়ায় নির্মাণ, কৃষি ও স্বাস্থ্য খাতে কাজের সুযোগ রয়েছে। হাঙ্গেরীতে আইটি, প্রকৌশল ও নির্মাণ খাতে শ্রমিক ও কর্মীর চাহিদা প্রচুর।
বলা বাহুল্য, দূর ও নিকট অতীতে যুক্তরাজ্য ও বড়ো জোর ফ্রান্স, জার্মানী, স্পেন ও ইতালী ছিলো বাংলাদেশী চাকরী ও কর্মসংস্থানের প্রধান দেশ। কিন্তু ধীরে ধীরে এসব দেশে ভিসা প্রক্রিয়া জটিল হওয়ার পাশাপাশি কাজের সুযোগও কমে এসেছে। অবশ্য ইতালীর মতো ইউরোপের মোটামুটি বড়ো দেশে এখনো বাংলাদেশীদের কাজের ব্যাপক সুযোগ রয়েছে। কাজের সুযোগ সীমিত হয়ে এসেছে যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন ও জার্মানীতে। এ অবস্থায় ইউরোপের ছোট ছোট দেশগুলোতে চাকরী ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে দেখা যাচ্ছে। ব্যবসা বাণিজ্য ও মার্কেটের বিস্তার ও উন্নয়নের ফলে এসব দেশে এখন শ্রমিক ও কর্মীর চাহিদা বেড়েছে। কিন্তু ইউরোপে শ্রমিক স্বল্পতার কারণে তারা বাংলাদেশসহ অন্যান্য দেশের শ্রমিক কর্মীদের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। এসব দেশে যুক্তরাজ্য বা জার্মানীর মতো বেতন বা মজুরীর সুযোগ না থাকলেও বাংলাদেশের চরম বেকারত্ব ও অন্যান্য দেশের মজুরীর তুলনায় এসব দেশে অনেক ভালো আয়ের সুযোগ রয়েছে। ইতোমধ্যে বহু বাংলাদেশী শ্রমিক কর্মী ইউরোপের এসব ছোট ছোট দেশে গিয়ে তাদের ও তাদের পরিবারের জন্য স্বচ্ছলতা আনতে সমর্থ হয়েছেন। এছাড়া এসব দেশে যুক্তরাজ্য, স্পেন, ইতালি, ফ্রান্স ও জার্মানীর তুলনায় ভিসা পাওয়া অনেক সহজ। এছাড়া স্থায়ীভাবে বসবাসের সুযোগ এমনকি নাগরিকত্ব লাভেরও সুবর্ণ সুযোগ রয়েছে এসব দেশে। এ অবস্থায় সবচেয়ে বেশী যা প্রয়োজন তা হচ্ছে প্রযুক্তি সংশ্লিষ্ট কাজে দক্ষ বা ট্রেনিংপ্রাপ্ত হয়ে এসব দেশে গমন। বাংলাদেশী প্রবাসী শ্রমিক-কর্মীদের অধিকাংশই অদক্ষ বা আধা দক্ষ। ফলে ভালো পজিশনে ও উচ্চ বেতনে কাজ করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। প্রতিবেশী দেশ ভারত, ফিলিপাইন, শ্রীলংকার লোকজন ভালো ভালো চাকরী বাগিয়ে নিতে সক্ষম হয়েছে এবং এখনো হচ্ছে তাদের শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও প্রশিক্ষণের সুবাদে। সর্বোপরি বাংলাদেশী শ্রমিক-কর্মীরা কর্মক্ষেত্রে আন্তরিক, নিষ্ঠাবান ও পরিশ্রমী। কিন্তু দক্ষতা ও প্রশিক্ষণ না থাকায় তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। এদেশের শ্রমিক কর্মীরা যাতে যথাযথ শিক্ষা, প্রশিক্ষণ ও যোগ্যতা নিয়ে বিশেষভাবে কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞান নিয়ে বিদেশ যায়, সেদিকে সরকারী ও বেসরকারী পর্যায়ে নজরদারি ও উদ্যোগ প্রয়োজন। আমরা শ্রম মন্ত্রণালয়সহ সরকারের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করছি এই অতীব গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি।





