প্রত্যেক ভোটারের দোয়ারে দোয়ারে রুকনদের বারবার যেতে হবে : ফখরুল ইসলাম
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৫, ৬:৩৯:৩০ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মো. ফখরুল ইসলাম বলেছেন, ইসলামী শক্তির পক্ষে যেভাবে ব্যাপক গণজোয়ার তৈরি হয়েছে, আমাদের প্রার্থী ও প্রতীক নিয়ে প্রত্যেক ভোটারের দোয়ারে দোয়ারে ব্যাপক ভাবে যেতে হবে। এক্ষেত্রে রুকনদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি শনিবার দুপুর ১২টায় স্থানীয় সাইফুর রহমান অডিটোরিয়ামে মৌলভীবাজার জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জেলা জামায়াতের আমীর ও মৌলভীবাজার- ২ (কুলাউড়া) সংসদীয় আসনের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম শাহেদ আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী প্রিন্সিপাল মোঃ ইয়ামীর আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি শাহ আলাউদ্দিন,আজিজ আহমদ কিবরিয়া, মাওলানা হারুনুর রশিদ তালুকদার প্রমূখ। প্রাণবন্ত এ সম্মেলনে পুরুষ ও মহিলাসহ প্রায় ছয়শত রুকন ডেলিগেট উপস্থিত ছিলেন।
সম্মেলনের শুরুতে মহাগ্রন্থ আলকুরআন থেকে দারসুল কুরআন পেশ করেন বিশিষ্ট মুফাসসিরে কোরআন প্রিন্সিপাল মাওলানা শেখ আব্দুল হক। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মনোমুগ্ধকর ইসলামী সংগীত পেশ করেন মৌলভীবাজার সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিল্পী মোঃ ছায়েদ আলী।





