চেম্বারে ‘সাইবার সিকিউরিটি’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৫, ৭:০৬:২৩ অপরাহ্ন

এসএমই ফাউন্ডেশন ও সিলেট চেম্বারের যৌথ উদ্যোগে এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর সহযোগিতায় ‘সাইবার সিকিউরিটি’ বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী বৃহস্পতিবার দুপুর ১ টায় চেম্বার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই ডিপার্টমেন্টের প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন, এসএমই ফাউন্ডেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান, জাইকা’র চীফ এডভাইজার শজি আকিহিরো, সিলেট চেম্বারের নির্বাহী সচিব মো. গোলাম আক্তার ফারুক, প্রশিক্ষণার্থী নাফিসা তাসনিম, স্নেহা সিনহা শৈলী ও সামির হোসেন।বক্তারা বর্তমান তথ্য-প্রযুক্তির যুগে ‘সাইবার সিকিউরিটি’ বিষয়ে জ্ঞান অর্জনের উপর গুরুত্বারোপ করে আধুনিক যুগের ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে এর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তারা কর্মশালাটি আয়োজনের জন্য আয়োজকগণকে ধন্যবাদ জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাইকা-বিসিসি-বেসিস টেকনিক্যাল কো-অপারেশন প্রজেক্ট এর এডমিন অফিসার ফারজানা শার্লিন। এ সময় উপস্থিত ছিলেন জাইকা’র প্রজেক্ট কো-অর্ডিনেটর কাতসুকি নাহো ও সিলেট চেম্বারের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে ২০ জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র প্রদান করা হয়। বিজ্ঞপ্তি





