সিলেট বিএনপির আরও ২১ নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৫, ৮:৪৪:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও যুক্তরাজ্য বিএনপির আরও ২১ জন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। বুধবার (২৬ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দল থেকে বহিষ্কার করা ২১ জন নেতার আবেদন পর্যালোচনার পর দলের সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে তারা পুনরায় দলীয় পদে ফিরে এসেছেন।
পদ ফিরে পাওয়া নেতারা হলেন- সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কোহিনুর আহমেদ, জৈন্তাপুর উপজেলা সাবেক যুগ্ম আহ্বায়ক সাহাদ উদ্দিন সাদ্দাম, বিশ্বনাথ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রব, ওসমানীনগর উপজেলার সাবেক বিএনপি নেত্রী মোছা. মুছলিমা আক্তার চৌধুরী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সোহেল আহমেদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মো. আব্দাল মিয়া, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাজমুল ইসলাম রুহেল, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন ধলা মিয়া, জেলা যুবদলের সাবেক সদস্য আহবাবুল হোসাইন আহবাব, ওসমানীনগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. কামরুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক বেগম স্বপ্না শাহিন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক হাফিজ মো. আরব খাঁন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাওছার খান, বিশ্বনাথ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বশির আহমদ, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব গৌছ খান, ওসমানীনগর উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মো. গয়াছ মিয়া, হবিগঞ্জ জেলাধীন নবীনগর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. আব্দুল আলীম ইয়াছিনী, সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান (যদিও পরবর্তীতে আরেক বিবৃতি দিয়ে বহিস্কারাদেশ পুনর্বহাল করা হয়)। এছাড়া যুক্তরাজ্য বিএনপি নেতা সেবুল মিয়া, মুমিন খান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।



