কেমুসাস বইমেলা উপকমিটির মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৫, ৮:৩৪:৩০ অপরাহ্ন

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রতি বছরের ন্যায় এবারও বিজয়ের মাসে ১৯তম কেমুসাস বইমেলার আয়োজন করেছে। আগামী ৮ ডিসেম্বর থেকে বইমেলা শুরু হবে। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি কবি রাগিব হোসেন চৌধুরীকে এবারের বইমেলা উৎসর্গ করা হয়েছে।
১৯তম কেমুসাস বইমেলা সফলের লক্ষ্যে সৃজনশীল প্রকাশকদের সঙ্গে এক মতবিনিময় সভা ২ ডিসেম্বর সন্ধ্যায় সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে ১৯তম কেমুসাস বইমেলা ২০২৫ বাস্তবায়ন উপকমিটির আহবায়ক জাহেদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য-সচিব কামরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত প্রকাশকবৃন্দ বইমেলা সফলে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। এসময় প্রকাশকদের পক্ষ থেকে বক্তব্য দেন লুৎফুর রহমান তোফায়েল, অসীম সরকার, নেছার আহমদ জামাল, মো. জসিম উদ্দিন, সাজন আহমদ সাজু, আব্দুল মুহিত চৌধুরী, হাজেরা খাতুন, সৈয়দ আনহার আলী, মো. সায়েম, রায়হান ওয়াহিদ, রেজাউল হক আশরাফ ও রাহাত আহমদ প্রমুখ।
প্রকাশকদের সঙ্গে মতবিনিময় সভায় কেমুসাসের পক্ষ থেকে বক্তব্য দেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, কার্যনির্বাহী কমিটির সদস্য সালেহ আহমদ খসরু, ছয়ফুল করিম চৌধুরী হায়াত, সহ লাইব্রেরি সম্পাদক ইশরাক জাহান জেলী, মিনহাজ ফয়সল, বইমেলা উপকমিটির সদস্য মফিক মোহাম্মদ ও সাংবাদিক শুয়াইবুল ইসলাম। বিজ্ঞপ্তি





