মুরাদপুরে ২০ লাখ টাকার চোরাইপণ্যসহ আটক ৩
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৫, ৮:৪৯:৪৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানাধীন মুরাদপুর থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্যসহ ৩ চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরতলীর মুরাদপুরে চেকপোস্ট চালিয়ে একটি ট্রাকসহ তাদের আটক করা হয়। এসময় ট্রাক থেকে প্রায় ২০ লাখ টাকার ভারতীয় জিরা ও কাচা ধান জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বাগেরহাট জেলার ফকিরহাট থানার পাগলা উত্তরপাড়া শেখ বাড়ীর মহিদুল শেখের ছেলে মো. তাজ শেখ (২৫) ও একই থানার পিলজঙ্গল দত্তবাড়ীর কৃষ্ণ কুমার দত্তের ছেলে রবি দত্ত (২৬) এবং সিলেটের কানাইঘাট থানার দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের সরদারের মাটি পূর্বপাড়া গ্রামের মো. নজরুল হকের ছেলে মো. শাহান আলম (২২)।
অভিযান কালে তাদের কাছ থেকে ৯৫ বস্তায় ৩ হাজার ৮০০ কেজি ভারতীয় জিরা যার বাজারমূল্য ১৯ লাখ টাকা ও ৬০ হাজার টাকা মূল্যের ৭৫ বস্তা কাঁচা ধান জব্দ করা হয়েছে। এসময় চোরাইপণ্য বহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও আটক করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।




