ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে পালকিসহ ৪ রেষ্টুরেন্টকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৫, ৯:১২:০৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের দুটি ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ ডিসেম্বর) পরিচালিত পৃথক অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক সিলেটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব।অভিযানে নিরাপদ খাদ্য আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর উল্লেখযোগ্য লঙ্ঘনের দায়ে স্বাদ এন্ড কোং লিমিটেডের বিরুদ্ধে একটি মামলা এবং ১ লক্ষ টাকা অর্থদন্ড দেয়া হয়।এদিকে অনুমোদনহীন কোম্পানীর ময়দা ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশ ও দীর্ঘদিন লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগে রেইনবো চাইনিজ রেস্টুরেন্টের বিরুদ্ধে ১টি মামলা ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এছাড়া উঠান রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা অর্থদন্ড ও পালকি রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।
জেলা প্রশাসক সিলেটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব জানান, ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য প্রস্তুত ও বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। মূল্য তালিকা প্রদর্শন, খাদ্য নিরাপত্তা মানদণ্ড অনুসরণ এবং ভোক্তার ন্যায্য অধিকার সংরক্ষণ অত্যন্ত জরুরি। জনস্বার্থে নিয়মিত বাজার তদারকি কার্যক্রম ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে। যেকোনো প্রতারণা বা অনিয়ম দেখলে জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি।




