কুয়ালালামপুরে ১১ বাংলাদেশিসহ ৩১ অভিবাসী আটক
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২৫, ৬:১১:৩৮ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ রাজধানীর মসজিদ জামেক এলআরটি স্টেশন ও আশপাশের এলাকায় পরিচালিত বিশেষ অভিযান ‘অপস কুটিপ’-এ ৩১ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। আটককৃতদের মধ্যে তিনজন নারীও রয়েছেন।
জেআইএম কুয়ালালামপুরের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানান, বৃহস্পতিবার রাত ৭টা ২০ মিনিটে শুরু হওয়া এই অভিযানে বিভাগের মোট ২৫ জন কর্মকর্তা অংশ নেন। তারা এলআরটি স্টেশন থেকে নামা বিদেশি যাত্রী এবং স্টেশন চত্বরের বিভিন্ন কোণে অবস্থানরত ব্যক্তিদের এলোমেলোভাবে তল্লাশি করেন। তিনি জানান, অভিযানে মোট ৬০ জন বিদেশিকে চেক করা হয়। এর মধ্যে ৩১ জনের বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়।
আটকদের নাগরিকত্ব অনুযায়ী তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশি মোট ১১ জন। এরপর রয়েছে ভারত (৮), পাকিস্তান (৭), ইন্দোনেশিয়া (৩) এবং সুদান ও ফিলিপাইনের একজন করে। সকল আটকদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।




