বিজয় দিবস উপলক্ষে জিএসসি ইউকের আলোচনা
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৫, ৮:৩৯:১৯ অপরাহ্ন

গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের কেন্দ্রীয় কমিটি ও সাউথ ইস্ট রিজিওনের যৌথ উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা গত ১৭ ডিসেম্বর সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সালেহ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিরোজ খান ও সাউথ ইস্ট রিজিওনের সাধারণ সম্পাদক সুফী সুহেল আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাউথ ইস্ট রিজিওনের চেয়ারপার্সন খলিল আহমদ কবীর। সভায় স্বরচিত কবিতা পাঠ করেন জিএসসি সাউথ ইস্ট রিজিওনের মহিলা সম্পাদিকা ইমদাদুন খান ও আব্দুস সোবহান।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিএসসির সাবেক কেন্দ্রিয় চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান। এছারাও আরও বক্তব্য রাখেন জিএসসির কেন্দ্রিয় ট্রেজারার আরজু মিয়া এমবিই, সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মির্জা আসহাব বেগ ও খছরু খান, সাউথ ইস্ট রিজিওনের ট্রেজারার মোঃ আবুল মিয়া, ব্যারিস্টার শাহ মিসবাহুর রহমান, বিশিষ্ট কমিউনিটি নেতা আবাব মিয়া (দারাগা), কেন্দ্রীয় মেম্বারশীপ সেক্রেটারী আব্দুল মালিক কুটি, সাউথ ইস্ট রিজিওনের সহ সভাপতি মিসবাহ কামাল ও এম এ গফুর, ইস্ট লন্ডন শাখার চেয়ারপার্সন সৈয়দ জিল্লুল হক ও সাধারণ সম্পাদক শাহান চৌধুরী, জিএসসি সাউথ ইস্ট রিজিওনের ফারুক মিয়া, সালেহ আহমদ আলফু, আতিকুর রহমান, ফারুক মিয়া জিলু, নূর আহমদ, কামরান বেগ, আবাব হোসেন, সালেহ আহমদ, শেখ শামীম, এসেক্স শাখার চেয়ারপার্সন এড মুমিন আলী ও সাধারণ সম্পাদক শাহ সাইদুর রহমান, মুক্তার আহমদ প্রমুখ। সভা শেষ শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল কুদ্দুস। বিজ্ঞপ্তি



