নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৫, ৬:০১:৫৬ অপরাহ্ন
নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হওয়ার ১১ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আমান উদ্দীন (২৫) নামের এক যুবক। নিহত আমান উদ্দীন উপজেলার ১২নং কালিয়ারভাঁঙ্গা ইউনিয়নের খলিলপুর গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ ডিসেম্বর রাত আনুমানিক ৯টার দিকে কালিয়ারভাঁঙ্গা ইউনিয়নের খলিলপুর ও সীমেরগাঁও গ্রামের মধ্যবর্তী স্থানে হান্নান মিয়ার বাড়ির কালভার্টের সামনে এ হামলার ঘটনা ঘটে। এসময় কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে এবং তাকে বেধড়ক কুপিয়ে গুরুতর জখম করে। এমনকি ‘ডিল মেশিন’ দিয়ে তার পায়ে ছিদ্র করা হয় বলেও অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি ৬দিন আইসিইউতে ছিলেন। পরবর্তীতে রোববার আড়াইটার দিকে মৃত্যুবরণ করেন। কোতোয়ালি থানা পুলিশ জানায়, খবর পেয়ে হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোনায়েম মিয়া বলেন, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে পুলিশের তৎপরতা চলমান রয়েছে।





