দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের কবি দিলওয়ারের জন্মদিন উদযাপন
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৬, ৬:০২:৫২ অপরাহ্ন
গণমানুষের কবি দিলওয়ার ছিলেন দেশ ও বিশ্বের কবি। বাংলা সাহিত্যে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি সাহিত্যের সকল শাখায় সমানতালে বিচরণ করলেও গণমানুষের হৃদয়ের কথা কবিতায় তোলে ধরার কারণে তাঁর নামের পাশে ‘গণমানুষের কবি’ অনিবার্য হয়ে যায়।
বাংলা সাহিত্যে একুশে পদকপ্রাপ্ত গণমানুষের কবি দিলওয়ার’র ৮৯তম জন্মদিনে বক্তারা এসব কথা বলেন। বক্তারা বলেন, তাঁর রচনাবলির মাধ্যমে বাংলা সাহিত্য অনেক সমৃদ্ধ হয়েছে। তিনি আজীবন মানবতার জয়গান গেয়ে গেছেন, বিশ্বের নিপীরিত মানুষের মনের কথা তার কবিতায় স্বত:স্ফূর্তভাবে উঠে এসেছে বলেই তাঁকে ‘গণমানুষের কবি’ বলা হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত একুশে পদকপ্রাপ্ত গণমানুষের কবি দিলওয়ারের ৮৯তম জন্মদিন উপলক্ষে মহানগরীর দক্ষিণ সুরমাস্থ ভার্থখলা খান মঞ্জিলে কবির কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, কবর জিয়ারত ও দোয়া শেষে সংক্ষিপ্ত অলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরিষদের সহ সভাপতি কবি দেওয়ান মতিউর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি এম. আলী হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবদুল মুকিত অপি, ছড়াকার অজিত রায় ভজন, কবির জামাতা আমেরিকা প্রবাসী লুৎফুর রহমান লুতন, কবি শহিদ সাগ্নিক, কবি দেওয়ান মতিউর রহমান খান, নাট্যকার ধ্রুব গৌতম, কবি দিলওয়ার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুপ্রিয় ব্যনার্জি শান্ত, কবি মোহাম্মদ নুরুল ইসলাম, কবি কামাল আহমদ, কবি মকসুদ আহমদ লাল, ছড়াকার সাজ্জাদ আহমদ সাজু, জোবায়দা বেগম আঁখি, কবি সাইফুদ্দিন আহমদ ছাবির, কবির আহমদ, মো. সেলিম খান, আব্দুর রাজ্জাক শাওন, রুকন আলম চৌধুরী, ইশতিয়াক সাগ্নিক প্রমুখ। বিজ্ঞপ্তি





