শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা
প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৬, ৬:০৭:০৮ অপরাহ্ন

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। বৃহস্পতিবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মুজিবুর রহমান জানান, সকাল ৬টা ও ৯টায় একই তাপমাত্রা রেকর্ড করা হয়, যা এদিন দেশের সর্বনিম্ন। এর আগের দিন বুধবার তাপমাত্রা ছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত দুই দিন ধরে শ্রীমঙ্গলে এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী কয়েক দিন তাপমাত্রা কিছুটা ওঠানামা করতে পারে। তবে শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার জেলাজুড়ে কয়েক দিন ধরে ঘন কুয়াশা ও তীব্র শীত অনুভূত হচ্ছে।চা বাগান ও পাহাড়ি এলাকার বাসিন্দারা জানান, এসব এলাকায় শহরের তুলনায় ঠান্ডা বেশি। শীতবস্ত্রের অভাবে অনেক মানুষ সকালে গাছের পাতা ও খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।এদিকে, ঠান্ডায় হাওর এলাকার কৃষক ও চা বাগান শ্রমিকরা পড়েছেন বিপাকে। এছাড়াও শিশু ও বৃদ্ধরা ঠাণ্ডাজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিম বলেন, শীতজনিত রোগীর ভিড় থাকছেই প্রতিদিন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত প্রায় ২ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।





