জুড়ীতে আ.লীগ নেতার বিএনপিতে যোগদানে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৬, ৬:২৪:৪৯ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ও সাবেক আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বারের বিএনপিতে যোগদানের ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন।
জানা গেছে, সোমবার রাতে ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বার স্থানীয় কয়েক বিএনপি নেতার হাতে ফুল দিয়ে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যোগদানের বিষয়টি ছড়িয়ে পড়লে নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। ফ্যাসিস্টদের অন্যতম সহযোগিকে বিএনপিতে স্থান দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় ৮নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অহিদ খাঁ, ওয়ার্ড বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, প্রচার সম্পাদক ফিরোজ আহমদ, জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার সৈনিক মৌলভীবাজার জেলা যুগ্ম আহ্বায়ক বুরহান উদ্দিন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জুড়ী উপজেলা যুগ্ম আহ্বায়ক মকদ্দছ আলী, যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমদ, ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল বশির।
উপস্থিত ছিলেন উপজেলা যুবদল সদস্য মো. হাবিবুর রহমান, উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির, জাতীয়তাবাদী জিয়ার সৈনিক দল জুড়ী উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. জনি, ছাত্রদল নেতা জাবেদ আহমদ ও সাইফুল ইসলাম প্রমূখ।
ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বারের বিএনপিতে যোগদানের বিষয়ে জুড়ী উপজেলা বিএনপির সভাপতি মাছুম রেজা জানান, বিষয়টি উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপির কারো জানা নেই। জেলা বিএনপিকে বিষয়টি জানিয়েছেন।





