লাখাইয়ে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৬, ৯:০৪:৪৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের লাখাই উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হিরাজ মিয়া নামে এক জন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার বুল্লা ইউনিয়নের ফরিদপুর গ্রামের হাওর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক মানুষ আহত হন। নিহত হিরাজ মিয়া ফরিদপুর গ্রামের হয়রত আলীর ছেলে। শুক্রবার সন্ধ্যায় এর সত্যতা নিশ্চিত করেছেন লাখাই থানার ওসি মো. জাহিদুল হক।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ফরিদপুর গ্রামের মোখলেছ মিয়ার সঙ্গে কিশোরগঞ্জ জেলার আব্দুল্লাপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য আলাল মিয়ার মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শুক্রবার দুপুরে হাওরে জমি সংক্রান্ত বাগবিতণ্ডার একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত হন হিরাজ মিয়া। তাকে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে লাখাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছে পুলিশ।
ওসি মো. জাহিদুল হক জানান, ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




