কেমুসাসের সাহিত্য আসর অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৬, ৬:৪২:১৬ অপরাহ্ন

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ১২৬০তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ কেমুসাসের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সংসদের সাহিত্য ও গবেষণা সম্পাদক কামরুল আলমের সভাপতিত্বে ও আব্দুস সামাদের সঞ্চালনায় আসরে পঠিত লেখা নিয়ে আলোচনা করেন ছয়ফুল আলম পারুল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদের কোষাধ্যক্ষ জাহেদুর রহমান চৌধুরী ও আল আমিন জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দিন। আসরের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কামাল আহমদ। লেখা পাঠে অংশনেন আমিনা শহিদ চৌধুরী মান্না, মাজহারুল ইসলাম জয়নাল, সাজন আহমদ সাজু, জুবের আহমদ সার্জন, কামাল আহমদ, মো. আমীর হোসেন সোহাগ, আব্দুল মুমিন, হুসাইন হামিদ, আব্দুল্লাহ চৌধুরী তালহা, আদীল আনোয়ার, ফয়সাল আহমদ প্রমুখ। গান পরিবেশন করেন বিমান বিহারী বিশ্বাস, মিলন কান্তি দাস, মোহাম্মদ ইকবাল হোসেন, মো. বাহাউদ্দিন বাহার ও লিলু মিয়া। সেরালেখক মনোনীত হন আমিনা শহীদ চৌধুরী মান্না। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ডিসেম্বর মাসের সেরালেখকদের পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি




