সিকৃবিতে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের স্পোর্টস সপ্তাহ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৬, ৯:২৯:১৮ অপরাহ্ন

সিকৃবি প্রতিনিধি : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের উদ্যোগে ইঞ্জিনিয়ারিং স্পোর্টস উইক-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দিনব্যাপী এ আয়োজনের ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ. টি. এম. মাহবুব-ই-ইলাহী। এছাড়া ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার এবং প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহমদ বিশেষ অতিথি ছিলেন ।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মুক্তারুন ইসলাম। আয়োজক কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন প্রফেসর ড. তরিকুল ইসলাম।
স্পোর্টস উইকের আওতায় ফুটবল, দাবা ও ক্যারমসহ বিভিন্ন ইনডোর ও আউটডোর খেলাধুলার আয়োজন করা হয়। এতে অনুষদের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদীয় ছাত্র সমিতির আয়োজনে এবং অনুষদের আয়োজক কমিটি ও শিক্ষকবৃন্দের সহযোগিতায় এই ইঞ্জিনিয়ারিং স্পোর্টস উইক-২০২৫ অনুষ্ঠিত হয়।




