৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলায় আবৃত্তি প্রতিযোগিতা কাল
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৬, ৯:৫০:০২ অপরাহ্ন

সিলেটে চলছে ১০দিনব্যাপী ‘৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলা-২৬’। নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-কেমুসাস প্রাঙ্গনে বইমেলা চলছে প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত। প্রতিদিন মেলা চলাকালে মঞ্চে চলছে নানা আয়োজন। আগামীকাল (বুধবার) বইমেলার পঞ্চম দিনে বিকেল ৪টায় মেলামঞ্চে অনুষ্ঠিত হবে শিশু শ্রেণী থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
পৃথক তিনটি বিভাগ ক-খ-গ গ্রুপে হবে এই প্রতিযোগিতা। ক-গ্রুপ শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণি, খ-গ্রুপ চতুর্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি, গ-গ্রুপ ৭ম এবং ৮ম শ্রেণি।
প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুকদের ০১৭১২৩২৬০৯৯(সভাপতি-সাজু) ০১৭১১৬৬৮৪৩৯ (সাধারণ সম্পাদক-জামিল)





