৮ লাখ ভোটগ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণ শুরু
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৬, ৯:৪৪:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আগামী ২২ জানুয়ারি থেকে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এই তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
মহাপরিচালক জানান, আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের নির্বাচনে ভোটগ্রহণের সঙ্গে জড়িত প্রায় ৮ লাখেরও বেশি কর্মকর্তাকে এই নির্বাচনি প্রশিক্ষণ প্রদান করা হবে।
উল্লেখ্য, বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সঙ্গে জড়িত কর্মকর্তার সংখ্যা ছিল ৬ লাখ ৮ হাজার ৫৮৪ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই সংখ্যা ছিল ৩ লাখ ৮৮ হাজার ৬৬৬ জন। সেই তুলনায় আসন্ন নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তার সংখ্যা ও প্রশিক্ষণের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা নিয়ে আপিল শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন। প্রতীক বরাদ্দের পর ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু করতে পারবেন, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।





