কমলগঞ্জে ৫টি এয়ারগান উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৬, ৬:১৬:৩৩ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে র্যাবের অভিযানে ৫টি এয়ারগান উদ্ধার করা হয়েছে। গত বুধবার দিবাগত রাত ১০টায় র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার এর একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযানে উপজেলার মাধবপুর ক্লাব বাংলা রোডস্থ পাত্রখোলা শ্মশান এলাকায় পরিত্যক্ত অবস্থায় এয়ারগানগুলো উদ্ধার করে। বৃহস্পতিবার বিকেলে র্যাব’র পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত এয়ারগানগুলো নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে উদ্ধার অভিযানে কাউকে পাওয়া যায়নি বলে জানান তারা। র্যাব আরও জানায়, গত এক বছরে র্যাব-৯, সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপ্রাপ্ত এলাকা থেকে মোট ৩৬টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ম্যাগাজিন-৫টি, ৬৩৩০ গ্রাম বিস্ফোরক, ৩৮টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমাসহ ৫৩টি এয়ারগান উদ্ধার করে।





