জুড়ীতে ইউপি সদস্যকে হত্যা চেষ্টায় গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৬, ৬:৪৮:৪৭ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন মনিরের বসতবাড়িতে অগ্নিসংযোগ করে স্বপরিবারে পুড়িয়ে হত্যা চেষ্টা মামলার সন্ধিগ্ধ আসামি সোহান আহমদ (২৪)-কে বুধবার রাতে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুবীর পাল আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করেছেন। গ্রেফতার সোহান আহমদ কুলাউড়া উপজেলার মহেষগৌরি গ্রামের তরমুছ মিয়ার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন মনির গত বছরের ১৪ নভেম্বর প্রতিদিনের মতো রাতের খাওয়া শেষে তিনিসহ পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাত অনুমান সোয়া তিনটায় আগুনের আলো ও শব্দ শুনে হঠাৎ তার ঘুম ভাঙ্গে। তাৎক্ষণিক তিনি ও তার পরিবারের সদস্যরা ঘর থেকে দেখতে পান বসতঘরের বারান্দা ও পশ্চিম পার্শ্বে কাঠের জানালায় আগুন জ্বলছে। এ অবস্থায় তিনি ও তার পরিবারের সদস্যরা চিৎকার করলে অজ্ঞাতনামা ৬/৭ ব্যক্তি পালিয়ে যায়। হাল্লাচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিভান। পরবর্তীতে ইউপি সদস্যের বাড়ি ও প্রতিবেশীর সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে দেখতে পান অজ্ঞাতনামা ৬/৭ জন ব্যক্তি একটি অজ্ঞাত সিএনজিযোগে রাত তিনটা ২০ মিনিটের সময় বাড়ির পাশে রাস্তায় এসে সিএনজি থেকে নেমে প্লাস্টিকের বোতল হতে বসতঘরের বাইরের দেয়ালে ও টিনের চালায় কিছু একটা ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। দুর্বৃত্তের আগুনে ইউপি সদস্য ও তার পরিবারের লোকজন বেঁচে গেলেও অগ্নিসংযোগে তার প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় ইউপি সদস্য জাকির হোসেন মনির ৪ ডিসেম্বর ৪ জনের নাম উল্লেখ ও আরো কয়েকজনকে অজ্ঞাত আসামি করে জুড়ী থানায় মামলা করেন।
জুড়ী থানার ওসি দিলীপ কান্ত নাথ বৃহস্পতিবার সন্ধ্যায় জানান, চাটেরা গ্রামে ইউপি সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের মামলার সন্ধিগ্ধ এক আসামিকে বুধবার রাতে গ্রেফতার ও বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার তথ্য উদ্ঘাটনের লক্ষ্যে আসামিকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।





