জকিগঞ্জ ইউপি চেয়ারম্যানের জামিন
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৬, ৮:১১:২৫ অপরাহ্ন

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে ‘ডেভিল’ আখ্যা দিয়ে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা মানিকপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুস শহীদ জামিনে মুক্ত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
আবদুস শহীদের পক্ষে আদালতে জামিন আবেদন করেন তাঁর আইনজীবী মো. মোয়াজ্জেম হোসেন চৌধুরী। তিনি বলেন, পুলিশ ১৫১ ধারায় সন্দেহভাজন হিসেবে তাঁকে আদালতে পাঠিয়েছিল। এই ধারায় পরোয়ানা ছাড়াই গ্রেপ্তারের বিধান রয়েছে। আদালত তাঁর জামিন মঞ্জুর করেছেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, আবদুস শহীদকে আটক করে পুলিশের কাছে দেওয়া হয়েছিল। তবে তদন্তে তাঁর বিরুদ্ধে কোনো মামলা বা থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাঁর কোনো দলীয় পদ-পদবীর তথ্যও পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার দুপুরে ১৫১ ধারায় তাঁকে আদালতে পাঠানো হয়।





