ওসমানী হাসপাতাল থেকে যুবক নিখোঁজ
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৬, ৯:২৯:০২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মাহমুদুল হাসান রাশেদ (১৮) নামের এক মানসিক ভারসাম্যহীন কিশোর নিখোঁজ হয়েছেন। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের খিলগ্রাম ৪০ ঘর গ্রামের বাসিন্দা হাফিজ আব্দুস শহিদের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৪র্থ তলা থেকে নিখোঁজ হন রাশেদ। ওই সময় তাকে লিফটে করে অন্যত্র নেওয়ার সময় সবার অগোচরে তিনি চলে যান। এরপর হাসপাতালের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় রাশেদের চাচা আব্দুল মুনিম বুধবার (১৪ জানুয়ারি) নগরীর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন।
জিডিতে রাশেদের শারীরিক বর্ণনা উল্লেখ করে বলা হয়, তার গায়ের রং শ্যামলা। নিখোঁজের সময় তার পরনে ছিল খয়েরি রঙের শার্ট ও কালো রঙের প্যান্ট। রাশেদের কোনো সন্ধান পেলে ০১৭১৪-৯৮০৮৪৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তার চাচা আব্দুল মুনিম।





